করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় ১১ জুলাই হাসপাতালে ভর্তি হন অমিতাভ ও অভিষেক। এরপর তাঁদের পরিবারের বাকি সদস্যদেরও করোনা পরীক্ষা করা হয়। জয়া বচ্চনের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও, ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যার রিপোর্ট পজিটিভ আসে। তাঁদেরও হাসপাতালে ভর্তি করতে হয়। সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ঐশ্বর্য ও তাঁর মেয়ে আরাধ্যা। এবার অমিতাভও হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। অভিষেকের অবস্থাও স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।


0 Comments