সাতসকালে ভয়াবহ আগুন লাগল অন্ধ্রপ্রদেশের একটি কোভিড সেন্টারে। রবিবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ৩০ জনকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াডায় একটি হোটেলকে স্থানীয় হাসপাতাল কোভিড সেন্টার হিসেবে ব্যবহার করা হয়েছিল।
সেখানে ভোর পাঁচটা নাগাদ বিধ্বংসী আগুন লাগে বলে জানা গিয়েছে। সেখানে প্রায় ২২ জনের করোনা চিকিৎসা চলছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।


0 Comments