অযোধ্যায় প্রধানমন্ত্রী। অযোধ্যায় পৌঁছে তিনি প্রথমে হনুমানগঢ়ী মন্দির যান। হনুমানগঢ়ী মন্দির প্রদক্ষিণ করে সেখানে আরতি করেন প্রধানমন্ত্রী। তারপর রামলালা মন্দির দর্শন করে পারিজাত গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী। এরপর যজ্ঞে বসেছেন প্রধানমন্ত্রী। সামাজিক দূরত্ব মেনেই চলছে সব কর্মসূচি।
0 Comments