রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ভালো খবর। দুর্গাপুজো উপলক্ষে টানা ১৫ দিন ছুটি উপভোগ করতে পারবেন রাজ্য সরকারি কর্মচারীরা। সম্প্রতি নবান্ন থেকে ২০২১ সালের জন্য সরকারি ছুটির তালিকা প্রকাশিত হয়েছে। তাতেই এই তথ্য জানা গিয়েছে।
প্ৰকাশিত তালিকা অনুযায়ী, আগামী বছর রাজ্য সরকারি কর্মীদের পুজোর ছুটি শুরু হবে ১৭ অক্টোবর থেকে আর ছুটি শেষ হবে ৩১ অক্টোবর। ফলে টানা ১৫ দিন বন্ধ থাকবে সমস্ত রাজ্য সরকার পরিচালিত অফিস।
তবে ২০২১ সালে রাজ্য সরকারি কর্মীরা পুজোর ছুটি-সহ মোট৩৯ দিন ছুটি পাবেন। এখানে শনিবার ও রবিবার ধরা হয়নি। ঈদ-উদজোহা, কালীপুজো, স্বাধীনতা দিবস ও দুর্গাষ্টমী রবিবার পড়ায় মোট ছুটির সংখ্যা খানিক কমেছে।


0 Comments