দেশে ক্রমেই বেড়েই চলছে করোনা আক্রান্তের হার। এক লাফে হল ৭৫ হাজার। ফলে রেকর্ড গড়ল করোনা। গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৭৬০ জন। যার ফলে দেশে এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ লক্ষ ১০ হাজার ২৩৪।
সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। দেশে গত ২৪ ঘন্টায় করোনার কারণে প্রাণ হারিয়েছেন ১,০২৩ জন। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৪৭২ জন। তবে বাড়ছে সুস্থতার হারও। দেশে করোনায় সুস্থতার হার ৭৬.২৪ শতাংশ। এপর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ লক্ষ ২৩ হাজার ৭৭১ জন। এই মূহুর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ লক্ষ ২৫ হাজার ৯৯১।
THE COVID-19 CASE TALLY IN THE COUNTRY RISES TO 33,10,235 INCLUDING 7,25,991 ACTIVE CASES, 25,23,772 CURED/DISCHARGED/MIGRATED & 60,472 DEATHS: MINISTRY OF HEALTH PIC.TWITTER.COM/YT2C72OXCL
— ANI (@ANI) AUGUST 27, 2020
করোনার করাল থাবায় দেশে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। সে রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৭ লক্ষ ১৮ হাজার ৭১১। সেখানে মোট প্রাণ হারিয়েছেন ২৩ হাজার ৮৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লক্ষ ২২ হাজার ৪২৭ জন। এখন সে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৭৩ হাজার ১৯৫।


0 Comments