অমিত শাহের পর এবার করোনা আক্রান্ত হলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা


মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের পর এবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। করোনা আক্রান্ত হলেন আরও এক মুখ্যমন্ত্রী। রবিবার বিকেলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। কয়েক ঘণ্টা যেতে যেতেই ৭৭ বছর বয়সী ইয়েদুরাপ্পা ট্যুইট করে তাঁর নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানান। কর্ণাটকের মুখ্যমন্ত্রী ট্যুইটারে লেখেন, আমার করোনা রিপোর্ট পজিটিভ। ভাল আছি, তবে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছি। গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের কোয়ারেন্টিনে থাকার অনুরোধ করছি। 

Post a Comment

0 Comments