কালিয়াগঞ্জ DYFI এর উদ্যোগে সুকান্তমোড়, বিবেকানন্দমোড়, মহেন্দ্রগঞ্জ বাজার স্যানিটাইজ করা হলো ।

 করোনার সংক্রমন থেকে বাঁচার একমাত্র উপায় সোশ্যাল ডিস্ট্যান্সিং এবং নিরাপদ স্বাস্থ্যবিধি মেনে চলা। কিছু সময় অন্তর অন্তর সাবান দিয়ে হাত ধুতে হবে অথবা স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এর সাথে সাথে নিত্যনৈমিত্তিক দ্রব্য কিনতে যাওয়া মানুষের ভিড়ে বাজার এলাকাগুলি স্যানিটাইজ করা একান্ত আবশ্যক। 



এই উদ্দেশ্যে আজ কালিয়াগঞ্জ  অস্হায়ী বাস স্ট্যান্ড, সুকান্তমোড়, বিবেকানন্দমোড়, মহেন্দ্রগঞ্জ বাজার স্যানেটাইজ করল DYFI সংগঠনের জেলা সম্পাদক কাতি'ক দাস , এরিয়া কমিটির সম্পাদিকা ঐশিনী বাগচী,অয়ন দত্ত,প্রমুখরা।গনতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব মনোরঞ্জন পাটোয়ারী,দীগেন রায় প্রমুখ উপস্হিত থেকে সহযোগিতা করেন।15/16 টি ট্যাঙ্ক দিয়ে স্প্রে করা হয়।





Post a Comment

0 Comments