দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৫৭ হাজারের বেশি

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা নয়া রেকর্ড স্পর্শ করল শনিবার। এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ৫৭ হাজার ১১৭ জন। যা দৈনিক আক্রান্তের নিরিখে এখনও পর্যন্ত সর্বাধিক। এর ফলে শুধুমাত্র গত চার দিনে দেশে আক্রান্তের সংখ্যা বাড়ল ২ লক্ষ!


এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল, ১৬ লক্ষ ৯৫ হাজার ৯৮৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ লক্ষ ৯৪ হাজার ৩৩৭ জন। চিকিৎসাধীন রয়েছেন ৫ লক্ষ ৬৫ হাজার ১০৩ জন। একই সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এদিন জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৬৪ জনের। এর ফলে ভারতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৬ হাজার ৫১১। উল্লেখ্য, করোনা সংক্রমণের নিরিখে ভারত বর্তমানে গোটা বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে। 

Post a Comment

0 Comments