শুভদীপ কুণ্ডু 10/08/2020 :- ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ এর "নড়বড়িয়া শিব" নামে একটি জায়গায় আজ দুপুর নাগাদ ছেলেটি নদীতে নেমে হারিয়ে যায়। জলের স্রোত বেশি হওয়ার জন্য তাকে (খবর লেখা) পর্যন্ত এখনো উদ্ধার করা যায়নি। তবে উদ্ধার কাজ চলছে পুলিশের পক্ষ থেকে এবং স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে। জানা গিয়েছে ছেলেটির বাড়ি কালিয়াগঞ্জ শহরে এবং আজ তারা কিছু বন্ধু-বান্ধব মিলে নড়বড়িয়া শিবে ঘুরতে আছে ।
স্থানীয় সূত্র থেকে খবর মিলে নদীতে নাম্বার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থলে থাকা এক ব্যক্তি জানান নদীত জল বেশি থাকার কারণে এবং স্রোত বেশি হওয়ার কারণে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না । তবে এখনও পর্যন্ত উদ্ধার কাজ চলছে নৌকা ও বোর্ডের মাধ্যমে এবং স্থানীয় বাসিন্দারা যথেষ্ট সাহায্য করছে প্রশাসনকে।

0 Comments