কালিয়াগঞ্জ শহর পেরিয়ে গ্রামের গিয়ে ভগবান বিষ্ণুর মন্দির গড়তে আর্থিক সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিলেন কালিয়াগঞ্জের পৌরসভার পৌর প্রশাসক শ্রী কার্তিক চন্দ্র পাল। কালিয়াগঞ্জ শহর থেকে ১০ কিমি দুড়ে বরুনা পঞ্চায়েত এলাকায় এই দিলালপুর গ্রাম ফতেপুর চান্দোইল লাগোয়া দিলালপুর গ্রামে প্রাচীন শিব মন্দির প্রাঙ্গনে ভগবান বিষ্ণুর মন্দির গড়ার জন্য উদ্দ্যোগ নেওয়া হয়েছে। গত মার্চ মাসে দোল পূর্ণিমার দিন গ্রামের অষ্ণিকুমার দেবসর্মার পুকুরে মাটি খননের সময় একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্ত্তি পাওয়া যায় ۔সেই মূর্ত্তি প্রশাসনের হাতে না দিয়ে বাসিন্দারা গ্রামের মঙ্গল কামনায় বিষ্ণু মূর্ত্তি স্হাপন করে গ্রামের শিব মন্দিরে ۔ দিলালপুর গ্রামের শিব মন্দিরে পূজিত হওয়া কষ্টি পাথরের বিষ্ণু মূর্ত্তির জন্য আলাদা নতুন মন্দির গড়ার উদ্দ্যোগ নিয়েছে বাসিন্দারা।
এই নতুন বিষ্ণু মন্দির গড়ার কাজে সহায়তার জন্য গ্রামবাসীদের আহ্বানে সাড়া দিয়ে দিলালপুর গ্রামে হাজির হয়েছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক শ্রী কার্তিক চন্দ্র পাল মহাশয় ।

0 Comments