আজ কালিয়াগঞ্জ- বয়রা কালিবাড়ি মোড় এবং কুনোর বাজারে SFI-DYFI এর পক্ষ থেকে ৭৪ তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদদের স্মৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন পালিত হল ৭৪-তম স্বাধীনতা দিবস।
এদিন বয়রা কালিবাড়ি মোড় উপস্থিত ছিলেন CPI(M) কালিয়াগঞ্জ উত্তর এরিয়া কমিটির সম্পাদক মনোরঞ্জন পাটোয়ারী, দীগেন্দ্র নাথ রায় , SFI উঃ লোকাল কমিটির সম্পাদক মীনাক্ষ ঘোষ, কমরেড রুপক কুন্ডু ও অন্যান্য কমরেডরা এবং কুনোর বাজারে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ SFI ব্লক 2 লোকাল কমিটির সেক্রেটারি রিপন পাল ও DYFI সেক্রেটারি কাজল সাহা এছাড়াও উপস্থিত ছিলেন কমরেড অতনু চ্যাটার্জী ও অন্যান্য কমরেডরা।




0 Comments