গতকাল SFI কালিয়াগঞ্জ ব্লক 2 লোকাল ও DYFI কালিয়াগঞ্জ দক্ষিণ লোকাল এর পক্ষ থেকে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৩ তম আত্ম বলিদান দিবসে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করা হয়েছিলো ভারতের সীমান্তবর্তী এলাকা রাধিকাপুরের রামগঞ্জ এলাকায়।
এই কর্মসূচীর শুভ উদ্বোধন করেন জেলার প্রাক্তন যুব নেতৃত্ব কমঃ সুরজিৎ কর্মকার,এছাড়া উপস্থিত ছিলেন SFI জেলা সম্পাদক কমঃ গোপাল দাস, SFI লোকাল কমিটির সম্পাদক কমঃ রিপন পাল, সভাপতি - কমঃ শ্রেয়া রায়, DYFI লোকাল কমিটির সম্পাদক - কমঃ কাজল সাহা, সভাপতি-কমঃ উৎপল বৈশ্য সহ জেলার গন আন্দোলনের নেতৃত্ব, লোকাল নেতৃত্ব সহ অন্যান্যরা।
এই দিনে ছাত্র লোকাল কমিটির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ওই রক্তদান শিবির মোট 52 জন রক্তদাতা রক্তদান করেন।



0 Comments