কোবরা উদ্ধার চা বাগান থেকে

আবারও চা বাগান থেকে বিশালাকার কোবরা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মেটেলিতে। শনিবার খবর পেয়ে গরুমারা নর্থ রেঞ্জের বনকর্মী সহ মেটেলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তাদের সঙ্গে ছিলেন চালসার এক সর্পপ্রেমী দিবস রাই। তার সহযোগিতায় প্রায় এক ঘন্টার চেষ্টায় কোবরাটিকে উদ্ধার করে খাঁচাবন্দি করা হয়।

আইভীল চা বাগানের জোনাল ওয়েলফেয়ার ম্যানেজার রাজেন বাড়াইক বলেন, ‘বাগানের মধ্যে একটি নালায় ওই সাপটি দেখতে পাওয়া যায়। তারপরই খবর দেওয়া হয় বনদপ্তরকে। তাঁরা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।


Post a Comment

0 Comments