করোনায় আক্রান্ত গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। বুধবার সকালে টুইট করে একথা জানিয়েছেন তিনি। উপসর্গহীন হওয়ায় বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। পাশাপাশি যারা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, মঙ্গলবার গোয়ার করোনা পরিস্থিতি দেখতে তিনি আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন। কোভিড কেয়ার সেন্টারের ইনচার্জদের সঙ্গে কথা বলেন ও প্রয়োজনীয় নির্দেশ দেন। জানা গিয়েছে, তার আগের দিন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে, রাজস্ব মন্ত্রী ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠকের ছবি টুইট করেছিলেন তিনি।


0 Comments