আজকে Kaliyaganj State General Hospital এ SFI, DYFI কালিয়াগঞ্জ উত্তর লোকাল কমিটির পক্ষ থেকে যে দাবী সমূহ পেশ করা হয়, তাতে ১ এবং ২ নং দাবী অনুযায়ী কালিয়াগঞ্জ শহর এবং গ্রামীণ এলাকায় যেখানে যেখানে #COVID19 এর টেস্ট হবে বা হতে চলেছে তার একটি তালিকা (তারিখ এবং স্থান সহ) মাননীয় Superintendent সাহেব তাদের দিয়েছেন। বিভিন্ন এলাকা ভিত্তিক প্রতিদিন প্রায় ২০০ জনের COVID-19 TEST হবে।
টেস্টের এর জন্য অবশ্যই ভোটার কার্ড অথবা আধার কার্ড সাথে নিয়ে যেতে হবে।
আজকে #Kaliyaganj_State_General_Hospital এ #SFI_DYFI কালিয়াগঞ্জ উত্তর লোকাল কমিটির পক্ষ থেকে যে দাবী সমূহ পেশ করা হয়,...
Posted by SFI Kaliyaganj North LC on Saturday, 5 September 2020


0 Comments