AAI Recruitment 2020: লিখিত পরীক্ষা হবে না! এয়ারপোর্ট অথরিটিতে ৩৬৮ আসনে নিয়োগের বিজ্ঞপ্তি

 


বিভিন্ন পদে কর্মী নিয়োগ করতে চলেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI Recruitment 2020)। ভারত সরকারের এই 'মিনি রত্ন (ক্যাটেগরি ১)' প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগের অধীনে নিয়োগ করা হবে। মোট শূন্য আসন ৩৬৮টি। গত ২৬ নভেম্বর AAI-এর ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই পর্যায়ে ম্যানেজার এবং জুনিয়র এক্সিকিউটিভ পদে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) কর্মী নিয়োগ করতে চলেছে। ন্যূনতম স্নাতক শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা কেবলমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। ১৫ ডিসেম্বর থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। আবেদনের শেষ দিন ১৪ জানুয়ারি, ২০২১। অর্থাৎ আবেদন করার জন্য এক মাস সময় পাবেন চাকরি প্রার্থীরা।

AAI Recruitment 2020: গুরুত্বপূর্ণ তারিখ ও তথ্য

  • নিয়োগকারী প্রতিষ্ঠান: AAI
  • পদ: ম্যানেজার এবং জুনিয়র এক্সিকিউটিভ
  • অনলাইন আবেদন শুরু: ১৫ ডিসেম্বর, ২০২০
  • অনলাইন আবেদনের শেষ দিন: ১৪ জানুয়ারি, ২০২১
  • ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: স্নাতক


AAI Recruitment 2020: শূন্য পদের বিন্যাস

  • ম্যানেজার (ফায়ার সার্ভিস): ১১
  • ম্যানেজার (টেকনিক্যাল): ০২
  • জুনিয়র এক্সিকিউটিভ (এয়ার ট্রাফিক কনট্রোল): ২৬৪
  • জুনিয়র এক্সিকিউটিভ (এয়ার অপারেশন): ৮৩
  • জুনিয়র এক্সিকিউটিভ (টেকনিক্যাল): ০৮
  • বয়সসীমা:
  • ম্যানেজার: ৩০ নভেম্বর ২০২০ অনুসারে ম্যানেজার পদের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
  • জুনিয়র এক্সিকিউটিভ: ৩০ নভেম্বর ২০২০ অনুসারে জুনিয়র এক্সিকিউটিভ পদের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।

  • উভয় পদেই সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। AAI-এ কর্মরতদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় ১০ বছর।

    AAI Recruitment 2020: আবেদনের পদ্ধতি
    আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট বয়ানে ১৪ জানুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন। শূন্য পদে আবেদনের আগে প্রত্যেক প্রার্থীকে বিজ্ঞাপনে উল্লিখিত শর্তাবলী এবং অন্যান্য নিয়ম ভালো করে দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

    বিজ্ঞাপনটি দেখতে এই লিংকে ক্লিক করুন

Post a Comment

0 Comments