পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজে কর্মী নিয়োগ, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে

 



পশ্চিমবঙ্গের একটি মেডিকেল কলেজের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, যেখানে বলা হয়েছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় বিভিন্ন পদে নিয়োগ করে নেওয়া হবে, নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করবে J. B. Roy State Ayurvedic Medical College & Hospital যেটা পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত একটি হসপিটাল । এই নিয়োগ প্রক্রিয়া টি হবে সম্পূর্ণ ইন্টারভিউ এবং পারসোনালি টেস্ট এর ভিত্তিতে, পশ্চিমবঙ্গ কিংবা ভারতের যেকোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন যে কোন প্রার্থী পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এই চাকরির জন্য আবেদন করতে পারবেন, কিন্তু প্রার্থী কে হতে হবে ভারতীয় নাগরিক, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী তারা নিচের তথ্যগুলিকে পড়ে আবেদন করতে পারেন

বিজ্ঞাপন নাম্বার- JRB/1283/2020

কি পদ্ধতিতে আবেদন করবেন- সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস

কিভাবে আবেদন করবেন- সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস, প্রথমে প্রার্থীকে নিচের দেওয়া লিংক এর মাধ্যমে আবেদনপত্র টিকে ডাউনলোড করতে হবে এরপর আবেদনপত্রের হাট কপি বার করে অথবা প্রিন্ট আউট বের করে আবেদনপত্রটিকে সুন্দর ভাবে পূরণ করতে হবে, এরপর আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর নিজস্ব সমস্ত ডকুমেন্টস এবং পাসপোর্ট সাইজ ফটো যুক্ত করতে হবে । এরপর পুরো আবেদনপত্রটি কে একটি সুন্দর সাদা খামের ভেতর ঢুকিয়ে তার ওপর পার্থী যে পদের জন্য এপ্লাই করতে চান অথবা আবেদন করতে চান সেই পদের নাম লিখে এবং তার সঙ্গে এই ঠিকানাটা লিখে J. B Roy State Ayurvedic Medical College and Hospital, 170-172, Raja Dinendra Street, Kolkata 700004 রেজিস্টার পোষ্টের মাধ্যমে পাঠাতে হবে অথবা J. B Roy State Ayurvedic Medical College মেডিকেল কলেজে গিয়ে সরাসরিভাবে জমা দিতে হবে কিন্তু অবশ্যই 25.11.2020 (3.00 Pm) তারিখের মধ্যে



প্রার্থী বাছাই পদ্ধতি- ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করে নেয়া হবে এবং তার সঙ্গে নেয়া হবে পার্সোনালিটি টেস্ট

কোন সংস্থা নিয়োগ করছে- J. B. Roy State Ayurvedic Medieal College & Hospital (West Bengal)

পদের নাম- রিসার্চ ফেলো মোট শূন্যপদ 1 টি

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট অথবা বিশ্ববিদ্যালয় থেকে Ayurvedacharyya BAMS ডিগ্রী থাকতে হবে অথবা থাকতে হবে মাস্টার ডিগ্রী পাবলিক হেলথে, সঙ্গে থাকতে হবে কম্পিউটারের বেসিক নলেজ এবং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন

-:MORE UPDATE JOIN OUR FACEBOOK GROUP:-






বেতন- 25000/- প্রতি মাসে বেতন দেয়া হবে

পদের নাম- মাল্টিটাস্কিং স্টাফ মোট শূন্যপদ 1 টি

শিক্ষাগত যোগ্যতা- যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস যোগ্যতা হতে হবে সঙ্গে থাকতে হবে ল্যাবরেটরীতে কম্পিউটারের কাজের ব্যাপারে দক্ষতা

বেতন- 10000/- প্রতি মাসে বেতন দেয়া হবে

কাজের স্থান- J. B. Roy State Ayurvedic Medieal College & Hospital (West Bengal) কলেজে নিয়োগ করে নেয়া হবে

শূন্যপদ- মোট শূন্যপদ ফাঁকা আছে 2 টি

বয়স- 18-25 বছরের মধ্যে বয়স হতে হবে

জাতীয়তা- অবশ্যই ভারতীয় হতে হবে

আবেদন মূল্য- কোন আবেদন মূল্য লাগবেনা

আবেদনের শেষ তারিখ- 25.11.2020 (3.00 Pm)

ইন্টারভিউ তারিখ- 27.11.2020 (12.00 Am)

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল পিডিএফ- Click Here

আবেদনের ফরম- Click Here

Post a Comment

0 Comments