রাজ্যের প্রাণী ও মৎস্য দপ্তরে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি

 পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ -এর মাধ্যমে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে এই পদে নিয়োগ করা হবে। সমস্ত আগ্রহী প্রার্থীদের ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তি নং WBUAFS/ DREF/ 822 /20





পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর (DEO)

শিক্ষাগত যোগ্যতা:
যেকোন শাখায় গ্র্যাজুয়েশন পাশ। সঙ্গে কম্পিউটারের দক্ষতার থাকতে হবে। এবং স্ট্যাটিসটিক্যাল সফট্ওয়ারে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।

বেতন: প্রতি মাসে 18 হাজার টাকা।

আবেদন পদ্ধতি: এই পদে আলাদা করে আবেদন করতে হবে না। ইন্টারভিউয়ের দিন সরাসরি উপস্থিত হতে হবে। ইন্টারভিউয়ের দিন নিজের বায়োডাটা বা CV নিয়ে যেতে হবে। সঙ্গে রাখতে হবে দু কপি পাসপোর্ট সাইজের ফটো এবং সেল্ফ অ্যাটেস্টেড করা সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জেরক্স কপি। উল্লেখ্য, ইন্টারভিউয়ের দিন নথিপত্র গুলির অরিজিনাল কপি কাছে থাকা বাধ্যতামূলক।

ইন্টারভিউ -এর তারিখ: 6 জানুয়ারি, 2021। এই দিন সকাল 10:30 AM থেকে ইন্টারভিউ শুরু হবে।

ইন্টারভিউ -এর ঠিকানা: WEST BENGAL UNIVERSITY OF ANIMAL AND FISHERY SCIENCES, Farmers’ Hostel, Belgachia, Kolkata- 700037.

                                                            Official Site

                                                        Download Official Notification

Post a Comment

0 Comments