Raiganj University UG Document Verification 2020-2021
তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন "অফলাইনে" হবে এবং তোমরা যারা যে ডিপার্টমেন্টে আবেদন করেছো তোমাদের সেই ডিপার্টমেন্টে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং সেই ডিপার্টমেন্টের HOD ( Head Of Department ) সমস্ত ডকুমেন্টগুলি চেক করবে এবং সেগুলি ভেরিফাই করে তোমাদেরকে আবার ফিরিয়ে দিবে এবং তোমাদের প্রত্যেকটি ডকুমেন্টের জেরক্স কপি লাগবে এবং তারসাথে তোমার পাসপোর্ট সাইজ ছবি লাগবে।
কি কি ডকুমেন্ট লাগবে :-
1. CLASS 10 ADMIT CARD.
2. CLASS 10 MARKSHEET.
3.CLASS 12 MARKSHEET.
4. HS TC "Transfer Certificate"
5.APPLICATION FORM
6.PAYMENT RECEIPT.
7.Caste Certificate . [ যদি থাকে]
8. Disability Certificate. [যদি থাকে ]
9. Anti Ragging Affidavit.
-:JOIN TELEGRAM GROUP:-
Raiganj University Official Update Facebook Group.
JOIN NOW
" এখানে সমস্ত তথ্যটি আমার নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তোমাদের সাথে শেয়ার করলাম যদি কোনো পরিবর্তন হয়ে থাকে এই সমস্ত প্রক্রিয়াতে তার জন্য আমি অথবা এই ওয়েবসাইট, youtube চ্যানেল কোনমতেই দায়ী নয়, আশা করছি এই রকমই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়াটি থাকবে। সামান্য কিছু পরিবর্তন হতে পারে কোভিড-১৯ প্যানডেমিক সিচুয়েশনের জন্য।
এবং এই ওয়েবসাইটটি কোনরকম অফিশিয়াল ওয়েবসাইট নয় সমস্ত কিছু তোমাদের ইনফরমেশন শেয়ার করার জন্য তৈরি করা হয়েছে এবং তোমাদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমে আমি ইনফরমেশন শেয়ার করছি ধন্যবাদ। "
0 Comments