Kolkata High Court Recruitment 2021

 বহুদিন পর কলকাতা হাইকোর্টে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে বিভিন্ন গ্রুপ-সি পদে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করা যাবে। বিজ্ঞপ্তি নং 33-RG, এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 4 January, 2021. রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমস্ত সরকারি চাকরির আপডেট সবার প্রথমে পেতে  Telegram Channel -এ যুক্ত হন Click here




পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর (DEO).
মোট শূন্যপদ: 153 টি। UR- 45, UR (EC)- 24, UR (PWD) (HI)- 2, UR (PWD) (Blindness/ LV)- 2, UR (PWD) (Locomotor/ Cerebral Palsy)- 1, UR (Ex-Serviceman)- 6, UR (MSP)- 3, SC- 21, SC (EC)- 11, SC (Ex-serviceman)- 2, ST- 7, ST (EC)- 3, OBC (A)- 10, OBC (A) (EC)- 5, OBC (B)- 8, OBC (B) (EC)- 3.
বেতন: পে লেভেল 6 অনুযায়ি মূল বেতন 22,700/- থেকে 58,500/- টাকা।
বয়স: 18 থেকে 40 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি, 2021 তারিখের হিসেবে।
শিক্ষাগত যোগ্যতা:
1. যেকোনো অনুমোদিত বোর্ড বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত মাধ্যমিক পাশ বা সমতুল।
2. কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে এক বছরের ডিপ্লোমা কোর্স।
3. এবং ডাটা এন্ট্রিতে প্রতি ঘন্টায় কমপক্ষে 8 হাজার কি ডিপ্রেশনের গতি থাকতে হবে।
ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কোন প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অথবা যেকোন শাখায় গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে অগ্রাধিকার পাবেন।

পদের নাম: সিস্টেম এনালিস্ট (প্রোগ্রামিং)।
মোট শূন্যপদ: 3 টি। UR- 1, UR (EC)- 1, SC- 1
বেতন: পে লেভেল 16 অনুযায়ী মূল বেতন 56,100/- টাকা থেকে 1,44,300/- টাকা।
বয়স: 26 থেকে 40 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি, 2021 তারিখের হিসেবে।
শিক্ষাগত যোগ্যতা:
1. ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ, অথবা ইনফর্মেশন টেকনোলজি বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ, অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে মাস্টার ডিগ্রী পাশ করে থাকতে হবে।
2. যেকোনো সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

পদের নাম: সিনিয়র প্রোগ্রামার।
মোট শূন্যপদ: 1 টি (UR)।
বেতন: পে লেভেল 17 অনুযায়ী মূল বেতন 67,300/- থেকে 1,73,200/- টাকা।
বয়স: 31 থেকে 35 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি, 2021 তারিখের হিসেবে।
শিক্ষাগত যোগ্যতা:
1. ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ, অথবা ইনফর্মেশন টেকনোলজি বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ, অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে মাস্টার ডিগ্রী পাশ করে থাকতে হবে।
2. যেকোনো সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

পদের নাম: সিস্টেম ম্যানেজার।
মোট শূন্যপদ: 2 টি। UR- 1, SC- 1
বেতন: পে লেভেল 17 অনুযায়ী মূল বেতন 67,300/- থেকে 1,73,200/- টাকা।
বয়স: 31 থেকে 45 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি, 2021 তারিখের হিসেবে।
শিক্ষাগত যোগ্যতা:
1. ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ, অথবা ইনফর্মেশন টেকনোলজি বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ, অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে মাস্টার ডিগ্রী পাশ করে থাকতে হবে।
2. যেকোনো সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে। কলকাতা হাইকোর্টের অফিশিয়াল ওয়েবসাইট www.calcuttahighcourt.gov.in -এ গিয়ে আবেদন করা যাবে। আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে আবেদন করা যাবে 11 জানুয়ারি থেকে 27 জানুয়ারি, 2021 তারিখ পর্যন্ত। Kolkata High Court Recruitment.

আবেদন ফি:
1. ডাটা এন্ট্রি অপারেটর- জেনারেল/ ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 800/- টাকা। এবং পশ্চিমবঙ্গের এসসি/ এসটি প্রার্থীদের ক্ষেত্রে 400/- টাকা জমা দিতে হবে।
2. সিস্টেম এনালিস্ট (প্রোগ্রামিং)- জেনারেল/ ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 1200/- টাকা। এবং পশ্চিমবঙ্গের এসসি/ এসটি প্রার্থীদের ক্ষেত্রে 600/- টাকা জমা দিতে হবে।
3. সিনিয়র প্রোগ্রামার- জেনারেল/ ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 1500/- টাকা। এবং পশ্চিমবঙ্গের এসসি/ এসটি প্রার্থীদের ক্ষেত্রে 700/- টাকা জমা দিতে হবে।
4. সিস্টেম ম্যানেজার- জেনারেল/ ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 1500/- টাকা। এবং পশ্চিমবঙ্গের এসসি/ এসটি প্রার্থীদের ক্ষেত্রে 700/- টাকা জমা দিতে হবে।
আবেদন ফি জমা দেওয়া যাবে অনলাইন এবং অফলাইন মাধ্যমে। অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 27 জানুয়ারি, 2021.

Download Official Notification
Visit Official Website

Post a Comment

0 Comments