প্রতি বছরের মতো এবছরও উচ্চ মাধ্যমিকের ফলাফল 2021 (WB HS Result 2021) দেখা যাবে অনলাইনে। প্রতি বছরের ন্যায় পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নতুন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে আগামী 22 জুলাই, 2021 তারিখ উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে। 22 জুলাই বিকাল ৩ টায় সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিকের ফলাফল (WB HS Result 2021) প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সকল ছাত্র-ছাত্রী বিকাল ৪ টার পর থেকে বিভিন্ন ওয়েবসাইটে নিজেদের ফলাফল জেনে নিতে পারবে। সূত্রের খবর, ২৩ জুলাই, 2021 তারিখ সকাল ১১ টায় প্রতিটি স্কুল থেকে উচ্চ মাধ্যমিকের মার্কশীট বিতরণ করা হবে।
| WB Higher Secondary Result 2021 |
|---|
| Board Name | West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) |
| WB Higher Secondary Exam Date | Cancel |
| Result Date | 22nd July 2021 |
| Official Website | wbchse.nic.in |
| Result Website | wbresults.nic.in |
WB Higher Secondary Result 2021
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ - West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে থাকে । সেই WBCHSE- এর সদস্যরা পশ্চিমবঙ্গের দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশ করেন। এবছর করোনা ভাইরাসের জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল ঘোষনা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তাই 2021 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে ছাত্রছাত্রীদের মনে ভীতি কাজ করছে। ফলাফল যেটাই আসুক সকলের উচিত ঠান্ডা মাথায় এবছরের উচ্চমাধ্যমিকের ফলাফল মেনে নেওয়া। কারন মহামারীর জন্য পরীক্ষা নেওয়াটাও সম্ভব ছিলোনা।


0 Comments